নিজস্ব প্রতিনিধি- ফের কলকাতার ময়দানে ক্রিকেটারের মৃত্যু। এবার বাটা মাঠে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েছিলেন সোনু যাদব নামের এক ক্রিকেটার। তিনি বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাটা মাঠে প্র্যাকটিসের সময় ব্যাটিং করেছিলেন সোনু। সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সাময়িক সামলে নিয়ে ফের ব্য়াটিং করতে শুরু করেন। এর পর আচমকাই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান বছর বাইশের এই ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোহলির ডেরায় হঠাত্ হাজির সুনীল ছেত্রী, ভারতীয় অধিনায়ককে 'বিরাট' সম্মান


 



বাটা মাঠ থেকে তাঁকে তড়িঘড়ি সিএবি-র মেডিক্যাল ইউনিটে নিয়ে আসা হয়৷ সোনুর অবস্থা ভাল ছিল না। তাই তাঁকে এসএসকেএমে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছনোমাত্র চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোনুর বাড়ি একবালপুরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন সোনু। সানস্ট্রোকের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন মাঠে থাকা অনেকে। প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারিতে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে সিএবি লিগে খেলা অনিকেত শর্মা অসুস্থ হয়ে পড়েছিলেন মাঠে৷ মাঠেই মৃত্যু হয় তাঁর। ফিল্ডিংয়ের সময় হঠাত্ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনিকেত৷ সতীর্থ ও ক্লাব কর্তারা তড়িঘড়ি অনিকেতকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিল৷ ২০১৫ সালের ২০ এপ্রিল মাঠে আরেক ফিল্ডারের সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্য়ু হয়েছিল অঙ্কিত কেশরির। সোনুর ক্ষেত্রে অবশ্য সংঘর্ষ বা  বল লেগে আহত হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। তবে পর পর এমন ঘটনার পর মেডিকেল চেক-আপ ছাড়া ক্রিকেটারদের মাঠে নামা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।