জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপিয়ান ফুটবলের বর্ণময় অধ্যায় আপাতত শেষ তাঁর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এসেছেন এশিয়ায়। খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে (Al-Nassr FC)। পর্তুগিজ মহাতারকা তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez) ও পাঁচ সন্তানকে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন জীবন মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। রোনাল্ডোর কন্যা অ্যালানা শিখে নিচ্ছে আরবীয় ভাষা। আর সেই মুহূর্ত বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জর্জিনা। যা অনেকেরই মন ছুঁয়ে নিচ্ছে। রোনাল্ডো ইতিমধ্যেই সৌদি প্রো লিগে নিজের ছাপ রেখেছেন। চার ম্যাচে আট গোল করে রোনাল্ডো ফেব্রুয়ারি মাসের নিরিখে সেরা ফুটবালেরর পুরস্কারও জিতে নিয়েছেন। একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে, সিআরসেভেন এসেছেন সৌদিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতার বিশ্বকাপের আগেই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের 'ঘরের ছেলে' ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্য়ানকে দেওয়া ৯০ মিনিটের সাক্ষাৎকারে, সরাসরি ক্লাব ও কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। ৩৭ বছরের তারকা স্ট্রাইকার সাফ জানান যে, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়াও হ্যাগের প্রতি কোনও শ্রদ্ধা নেই বলেও জানান পর্তুগিজ জাদুকর। এই সাক্ষাৎকারের প্রভাব এমনই হয় যে, ম্যান ইউ সিআর সেভেনের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলে। বিশ্বকাপের মাঝেই রোনাল্ডোর ম্যান ইউ অতীত হয়ে যায়।


আরও পড়ুনWATCH | Ricky Ponting: ১১৪ কোটি টাকার ম্যানসন কিনলেন পন্টিং! চোখ ধাঁধানো বিলাসবহুল বাসস্থানের অন্দরমহল



প্রথমে শোনা গিয়েছিল ২০৩০ পর্যন্ত রোনাল্ডো থাকবেন সৌদির ক্লাবে। প্রথম আড়াই বছর তাঁকে পাওয়া যাবে চেনা ফুটবলারের ভূমিকায়। এর পরের পাঁচ বছর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সৌদি ব্যবহার করবে তাদের অ্যাম্বাসডর হিসাবে। কিন্তু না, রোনাল্ডো থাকছেন ২০২৫ পর্যন্তই! তবে রোনাল্ডোর পরের গন্তব্য নিয়ে বিরাট আপডেট দিয়েছেন খোদ আল নাসের কোচ রুডি গার্সিয়া। এক সাক্ষাৎকারে গার্সিয়া বলেছিলেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের দলে পজিটিভ সংযোজন। ডিফেন্ডারদের ছত্রভঙ্গ করতে ও সাহায্য় করে। ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে ও আল-নাসেরে কেরিয়ার শেষ করবে না। রোনাল্ডো ফিরবে ইউরোপে! এবার দেখার রোনাল্ডো কী করেন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)