ব্যুরো: মাঠ হোক বা মাঠের বাইরের বিষয়। মেসি আর রোনাল্ডো যেন কোনও ব্যাপারেই একে অপরের সঙ্গে টক্কর দিতে ছাড়েন না। কর ফাঁকির অভিযোগে জরিমানা আর একুশ মাসের জেল হয়েছিল মেলির। এবার কর ফাঁকির অভিযোগ উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে। প্রায় পনেরো মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এই পর্তুগীজ তারকার বিরুদ্ধে। মাদ্রিদের পাবলিক প্রোসিকিউটর জানিয়েছেন রোনাল্ডোর বিরুদ্ধে চারটি অভিযোগ রয়েছে। রোনাল্ডোর বিরুদ্ধে মূলত স্পেনে তার আয় গোপন করার অভিযোগ উঠেছে। একই অভিযোগে স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন মেসি। শাস্তির ক্ষেত্রে রোনাল্ডো মেসিকে ছাপিয়ে যেতে পারেন কিনা, সেই দিকে  তাকিয়ে রয়েছেন সিআর সেভেনের অনুরাগীরা।