নিজস্ব প্রতিবেদন : তথ্য প্রমাণের অভাবে লাস ভেসাসের হোটেলে ক্যাথেরিন মায়েরগাকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ক্যাথরিনের মুখ বন্ধ রাখার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন, অবশেষে স্বীকার করে নিলেন সিআর সেভেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলাকে ধর্ষণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘটনার ৯ বছর পর, ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে জুভেন্তাস তারকার বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনে মামলা করেন মায়োরগা। কিন্তু প্রমাণের অভাবে রোনাল্ডোকে মুক্তি দেয় মার্কিন আদালত।


আরও পড়ুন - CFL 2019: ১১ মিনিট ইনজুরি টাইমের থ্রিলার শেষে সাদার্ন-মহমেডান ম্যাচ ড্র, ফুটবলারের বিরুদ্ধে FIR রেফারির!


এরপরেই রোনাল্ডোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে বসেন মায়োরগা। আর তারপরেই টাকা দেওয়ার কথা স্বীকার করে নেন রোনাল্ডো। আদালতে মায়োরগার মামলা খারিজ করে দিতে বলেছেন রোনাল্ডোর আইনজীবীরা। আদালতে লিখিতভাবে রোনাল্ডো জানিয়েছেন, মায়োরগাকে মামলা মিটমাট করার জন্য ২০১০ সালেই প্রায় চার লক্ষ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। মায়োরগা তাতে রাজিও হয়েছিলেন। সেই জন্যই আদালতে মায়োরগার মামলা খারিজ করার আবেদন জানিয়েছেন রোনাল্ডো।