Cristiano Ronaldo: জিনেদিন জিদান না জোস মোরিনহো, আল নাসেরের কোচ হিসেবে রোনাল্ডোর পছন্দ কে?
সিবিএস-এর দাবি, সৌদি আরবের ক্লাব আল নাসেরের হট সিটে বসতে জোস মোরিনহো ও জিনেদিন জিদান দু`জনেই নাকি প্রবলভাবে আগ্রহী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে ঝামেলার জেরে শেষ পর্যন্ত চাকরি হারালেন রুডি গার্সিয়া (Rudi Garcia)। স্প্যানিশ কোচ যে চাকরি হারাবেন, সেটা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ ১৩ এপ্রিল, আল নাসের ক্লাব ( (Al Nassar FC) রুডি গার্সিয়াকে ছেঁটেই ফেলল। শোনা যাচ্ছে নতুন কোচের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ জোস মোরিনহো (Jose Mourinho)। তাঁর সঙ্গে নাকি ইতমধ্যেই কথা বলে রেখেছেন আল নাসেরের কর্তারা। তবে আর এক কিংবদন্তি জিনেদিন জিদানের (Zinedine Zidane) নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম সিবিএস।
সিবিএস-এর দাবি, সৌদি আরবের ক্লাব আল নাসেরের হট সিটে বসতে জোস মোরিনহো ও জিনেদিন জিদান দু'জনেই নাকি প্রবলভাবে আগ্রহী। পর্তুগালের মহাতারকা নাকি ফ্রান্সের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে জিদানকে নাকি মৌখিক প্রস্তাবও দেওয়া হয়েছে।
এদিকে, ইংলিশ ক্লাব টটেনহামও জিদানকে কোচ হিসেবে চাইছে। আন্তোনিও কন্তের বিদায়ের পর তাদের কোচের পদ এই মুহূর্তে খালি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে টানা তিনটি শিরোপা জেতানো জিদানের লক্ষ্য ছিল ফ্রান্স জাতীয় দলের কোচের পদই। কিন্তু ২০২২ বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স কোচের পদে দিদিয়ের দেঁশকেই ২০২৬ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জিদান ও রোনাল্ডো জুটিকে ফের একবার মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।