রোনাল্ডোর গোলেই সুপার কোপা জুভেন্টাসের
বল পজেশনে রোনাল্ডোরা এগিয়ে থাকলেও কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস।
নিজস্ব প্রতিবেদন : জুভেন্টাসের জার্সিতে প্রথম ফাইনালেই স্বমহিমায় সিআর সেভেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা একমাত্র গোলেই এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতে নিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার রাতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল জুভেন্তাস ও এসি মিলান। গত মরশুমে সিরি-আ এবং ইতালিয়ান কাপ দুটোই জিতেছিল জুভেন্টাস। তাই ২০১৭-১৮ মরশুমের ইতালিয়ান কাপের রানার্স দল হিসেবে এবার সুপার কাপে খেলার সুযোগ পেয়ে যায় এসি মিলান। গোটা ম্যাচ জুড়ে শুধুই জুভেন্টাসের আধিপত্য ছাড়া কিছুই চোখে পড়েনি। বল পজেশনে রোনাল্ডোরা এগিয়ে থাকলেও কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। পিয়ানিচের বাড়ানো বলে হেডে বল জালে জড়িয়ে দেন সিআর সেভেন। ৭৪ মিনিটে বড় ধাক্কা খায় মিলান। এমরে কানকে ফাউল করলে লাল কার্ড দেখেন কেসিয়ে। দশ জনের এসি মিলান এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ইতালিয়ান সুপার কাপ জিতে নিল জুভেন্টাস। এই নিয়ে রেকর্ড আটবার সুপার কোপা ঘরে তুলল জুভে।
আরও পড়ুন - এশিয়ান কাপ থেকে বিদায়, জাতীয় দল থেকে অবসর নিলেন আনাস এডাথোডিকা