Cristiano Ronaldo | Lionel Messi: মেসির পুরস্কারে অট্টহাসি রোনাল্ডোর! ঝড়ের বেগে ভাইরাল পোস্ট
Cristiano Ronaldo Mocks Lionel Messi`s eighth Ballon d`Or: মেসির হাতে অষ্টম ব্যালন ডি`ওর দেখে অট্টহাসিতে ফেটে পড়েছেন রোনাল্ডো। সিআরসেভেনের কমেন্ট ভাইরাল হয়ে গেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক যেমন ভাবা হয়েছিল, তেমনই ঘটল প্য়ারিসে। কোনও চমক ছিল না। অষ্টমবারের জন্য ব্যালন ডি'ওর (Ballon d'Or 2023) পুরস্কারে ভূষিত হলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। ম্য়াঞ্চেস্টার সিটি-র (Manchester City) স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে (Erling Haaland) পিছনে ফেলে আর্ডেন্টিনার ভুবনজয়ী অধিনায়কই বাজিমাত করলেন। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালের পর ২০২৩-এ মেসির ব্যালন-রাজ দেখল ফুটবল বিশ্ব। ১৮০ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে মেসির মাথায় উঠেছে এই মুকুট। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের শ্রেষ্ঠত্বের শিরোপা মেসি পেয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য়ই। মেসির ব্যালন ডি'ওর জেতার পর সোশ্যালে ঝড় তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। একটি ভিডিয়োর নীচে কমেন্ট করে আগুন জ্বালিয়ে দিয়েছেন সিআর সেভেন।
স্প্যানিশ সাংবাদিক টমসা রনসেরো একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, 'হ্যালো বন্ধুরা। আমরা জানতাম যে ওরা মেসিকে আরও একটা ব্যালন ডি'ওর দেবে, সেটাই হয়েছে। মেসি মায়ামিতেই অবসর নেবে, যদিও ওর পিএসজি-তে অবসর নিয়ে ফেলেছে। বিশ্বকাপের জন্য় প্রস্তুতি নিচ্ছে। মেসি বিশ্বকাপ জিতেছে। হ্য়াঁ, ভালো তবে তা ছ'টি পেনাল্টির সাহায্যে। বিশ্বকাপ ১০ মাস আগে হয়ে গিয়েছে। এটা নভেম্বর। মেসির আটটি ব্যালন ডি'ওর রয়েছে। ওর আরও পাঁচটা পাওয়া উচিত ছিল। ইনিয়েস্তা/জাভির ব্যালন ডি'ওর পাওয়া উচিত। এমনকী এক মরসুমে ছ'টি ট্রফি পাওয়া লেওয়ানডস্কির ব্যালন ডি'ওরটাও মেসিরই। হাল্যান্ড মরসুমের সর্বাধিক স্কোরার হয়েছে। সেই ব্যালন ডি'ওরও মেসিরই!' এই ভিডিয়ো এএস টেলিভিশন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে। তার নীচেই রোনাল্ডো এসে কমেন্ট করেছেন। তিনি কিছুই লেখেননি। শুধু অট্টহাসির চারটি স্মাইলি ইমোজি জুড়ে দিয়েছেন। আর তাতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে পোস্ট। এমনকী সাংবাদিক পিয়ার্স মরগ্যানও ব্যালন ডি'ওরের চূড়ান্ত সমালোচনা করেছেন। তিনি সাফ বলেছেন এই ট্রফি এবার হাল্যান্ডেরই পাওয়া উচিত ছিল। আর সার্বিক ভাবে রোনাল্ডোর আরও দু'টি ব্যালন ডি'ওরের দাবিদার।
২০০৮-২০১৭ পর্যন্ত ব্য়ালন ডি'ওরের মঞ্চে রাজত্ব করেছেন মেসি-রোনাল্ডো। মেসি আটবার এই পুরস্কার পেয়েছেন ঠিকই। তবে রোনাল্ডোও জিতেছেন পাঁচবার। একে লিয়ো। দুয়ে রোনাল্ডো। ২০১৭ সালের পর থেকে এই পুরস্কার আর পাননি রোনাল্ডো। মেসি ছাড়াও তা জিতেছেন লুকা মদরিচ ও করিম বেঞ্জেমা।
আরও পড়ুন: Vinicius Jr | Real Madrid: কত বছর ব্রাজিল রত্ন থাকবেন ক্লাবে? জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)