ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে আরও একটা পুরস্কার। পর্তুগালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সিআরসেভেন। গতবছর রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতার পাশাপাশি পর্তুগাল অধিনায়ক হিসাবে ইউরো কাপ জেতেন রোনাল্ডো। তাই সেরা ফুটবলার হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদে তার সতীর্থ পেপে আর স্পোর্টিং লিসবনের গোলকিপার রুই প্যাট্রিসিওকে পেছনে ফেলে দিলেন পর্তুগিজ সুপারস্টার। লিসবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় রোনাল্ডোকে। এর আগে ব্যালন ডি অর আর ফিফা দ্য বেস্ট পুরস্কারও পেয়েছিলেন রিয়ালের এই সুপারস্টার। সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার পান বায়ার্ন মিউনিখের রেনাতো স্যাঞ্চেস। ইউরো কাপে আর্বিভাবেই ছাপ ফেলেছিলেন উনিশ বছর বয়সী এই ফুটবলার। সেরা কোচের পুরস্কার পান পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্ডো স্যান্টোস। (বিশ্বসেরা ক্লাবগুলোর মধ্যে টানাটানি পড়ে গেছে ভিনিসিয়াস জুনিয়ারকে নিয়ে)