ব্যুরো: গতবছর ইতিহাস গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার। ফের নজির গড়ার লক্ষ্যে রোনাল্ডো। এবার পর্তুগালকে কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করতে চান সিআর সেভেন। এবছর জুন মাসে রাশিয়ায় হবে কনফেডারেশন কাপ। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার প্রথম কনফেডারেশন কাপে খেলার সুযোগ পাচ্ছে পর্তুগাল । এই সুযোগ বারবার আসে না । তাই সুযোগের সদব্যবহার করতে  রোনাল্ডো এতটাই মরিয়া যে কনফেডারেশন কাপ উন্মোচন অনুষ্ঠানে এসে ট্রফিকে হাতেও তুললেন না। নিলেন অন্য শপথ, এখনই কনফেডারেশন ট্রফিতে হাত দিতে চাই না। জিতে তারপর হাতে ট্রফি তুলব। কনফেডারেশন কাপ জেতা আমার স্বপ্ন। তবে এই স্বপ্ন পূরণ করতে কড়া পরিশ্রম করতে হবে। অবশ্য দেখতে হবে টুর্নামেন্ট চলাকালীন দলের পরিস্থিতি কেমন থাকে। ভাগ্য কতটা আমাদের পক্ষে থাকে। আমি আশাবাদী কনফেডারেশন কাপ জিতে নতুন ইতিহাস গড়তে পারবে পর্তুগাল। 


বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি এবং আয়োজক দেশ রাশিয়া ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, নিউজিল্যান্ড এবং ক্যামারুন। এবছর সহজ গ্রুপে রয়েছে পর্তুগাল। মেক্সিকো ম্যাচ দিয়ে আঠেরোই জুন কনফেডারেশন কাপ অভিযান শুরু করবে পর্তুগাল।