নিজস্ব প্রতিবেদন : ইতালিতে নতুন মরশুম এখনও শুরু হয়নি। কিন্তু তার আগেই নিজের ঝলক দেখানো শুরু করে দিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার এক প্রাক মরশুমে ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্তাস সিনিয়র দল ও জুভেন্তাস 'বি' দল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - স্প্যানিশ সুপার কাপ জয় দিয়ে মরশুম শুরু মেসির বার্সেলোনার


রবিবার ভিলার পেরোসায় ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন জুভে সমর্থকরা। বরং বলা ভাল রোনাল্ডোকে দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ভিলার পেরোসায় থাকেন ক্লাবের মালিক অ্যাগনেলির পরিবার।



তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভিলার পেরোসায় উপস্থিত জুভেন্তাস সমর্থকদের। জুভেন্তাসের জার্সি পরে প্রথম গোল করতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাত্র ৮ মিনিট সময় লাগল।



তবে রোনাল্ডো খেলবেন আর দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হবে না, তা কি হয়! হলও তাই। তাঁকে কাছ থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। মাঝে মধ্যেই দর্শকরা মাঠে ঢুকে পড়েন রোনাল্ডোর সঙ্গে ছবি তুলতে। ৭০ মিনিটের মাথায় মাঠে সমর্থকরা ঢুকে পড়েন। সিআর সেভেনকে ঘিরে উত্তাল জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যে ২০ মিনিট আগেই খেলা বন্ধ করে দিতে হয়। তখন নিজেদেরই 'বি' দলের বিরুদ্ধে ৫-০ গোলে জিতছে জুভেন্তাস। রোনাল্ডো ছাড়া জোড়া গোল করেন পাওলো দিবালা।