নিজস্ব প্রতিবেদন: বন্ধুই যখন শত্রু! গ্রুপ লিগের পরের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। সেই ম্যাচে মেসিকে আটকানোর জন্য ছক তৈরি করছেন ক্রোয়েশিয়ার কোচ। স্ট্র্যাটেজি তৈরি করতে মেসির বার্সেলোনার সতীর্থ ইভান রাকিটিচের সাহায্য নিচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ায় গোলবাজি- বিশ্বকাপে না খেলেই দল থেকে বাদ পড়লেন এই ফুটবলার


মেসিকে আটকাতে ক্রোয়েশিয়া কোচের বড় ভরসা ইভান র‍্যাকিটিচ। গ্রুপ লিগের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচ সাম্পাওলির দলের কাছে কার্যত ডু অর ডাই। হাইভোল্টেজ ম্যাচে মেসিকে আটকানোর ছক বার করতে বসে পড়েছেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। আর তাঁর সহকারির ভূমিকায় র‍্যাকিটিচ। বার্সেলোনায় একসঙ্গে খেলেন মেসি আর র‍্যাকিটিচ। এল এম টেনের খুঁটিনাটি জানেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। আর সেগুলোই কোচকে তুলে দিচ্ছেন র‍্যাকিটিচ। শুধু র‍্যাকিটিচই নয়,রিয়ালে খেলা লুকা মদ্রিচেরও টিপস নিচ্ছেন ক্রোয়েশিয়া কোচ।


রাশিয়ায় গোলবাজি- নেইমারের প্রেমিকার শরীরে আঁকিবুকি করছে ‘অচেনা’ হাত! ভিডিও ভাইরাল