নিজস্ব প্রতিবেদন : ইভান রাকিটিচের শততম ম্যাচে লজ্জার হার ক্রোয়েশিয়ার। দেশের মাটিতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোটদের জালে গোল উৎসব স্প্যানিশদের। বিশ্বকাপের রানার্সদের ৬-০ গোলে হারাল লুই এনরিকের দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার উয়েফা নেশনস লিগে গ্রুপ ৪-এর ম্যাচে স্পেনের বিরুদ্ধে প্রথম গোলের সুযোগটা অবশ্য পেয়েছিল ক্রোয়েশিয়াই। কিন্তু গোল করতে ব্যর্থ ক্রোটরা। ২৪ মিনিটে করভাহালের ক্রসে হেডে সাউলের গোলে এগিয়ে যায় স্পেন। ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান বাড়ান মার্কো আসেনসিও। দেশের হয়ে এটাই আসেনসিওর প্রথম গোল। দু মিনিট পরেই আবার আসেনসিও জাদু। কিন্তু কালিনিচের আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-০ হয়।


আরও পড়ুন - রোনাল্ডোকে ছাড়াই ইতিহাস গড়ল পর্তুগাল


দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার রদ্রিগোর গোলে এগিয়ে যায় স্পেন। ৫৭ মিনিটে অধিনায়ক সের্জিও রামোসের গোলে স্কোরলাইন ৫-০ হয়। ৭০ মিনিটে ইসকোর গোলে ৬-০ হয়ে যায়। রাশিয়া বিশ্বকাপের রানার্স দল ক্রোয়েশিয়াকে এদিন খুঁজেই পাওয়া যায়নি স্পেনের বিরুদ্ধে। সেভাবে খুঁজে পাওয়া গেল না লুকা মদ্রিচ, রাকিতিচদের। দেশের জার্সি গায়ে শততম ম্যাচটিকে তাই দ্রুত ভুলতে চাইবেন রাকিতিচ। ক্রোটদের শক্তিশালী রক্ষণ এদিন ছিল দিশেহারা। নিজেদের ইতিহাসে এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পরাজয়। এদিকে বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে নতুন কোচ লুই এনরিকের অধীনে চেনা ছন্দে ফিরছে স্পেন।