নিজস্ব প্রতিবেদন: অপেক্ষার অবসান। জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল শুরুর অনেক আগেই নিজের ঘরে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি। হুইসেল পোদু  থেকে থালাইবা.. আইপিএলে নিজের ঘরে রাজকীয় সম্মানে স্বাগত জানান হল এমএসডি-কে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমর্থকরাও দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাঁর জন্য। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর তিনি মাঠে নামেননি। তবে আর অপেক্ষা করতে হবে না মাহি ভক্তদের।


চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ২ মার্চ থেকে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং সেশন শুরু করবেন ধোনি। তবে চেন্নাইয়ের প্রস্তুতি শিবির শুরু হবে ১৯ মার্চ থেকে। তার আগে সুরেশ রায়না, অম্বাতি রায়াড়ুদের সঙ্গে দুসপ্তাহ ট্রেনিং করবেন ধোনি। তার পর দিন কয়েকের ব্রেক নিয়ে ফের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ধোনি।



মার্চের প্রথম দিনেই চেন্নাইতে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এমএসডি-কে ঘিরে সেই একই আবেগ এখনও বর্তমান। চেন্নাই টিম হোটেলে মাহিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ২৯ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। তিনবারের চ্য়াম্পিয়ন চেন্নাই প্রথম দিনেই মুম্বইয়ের মুখোমুখি হবে।


 


আরও পড়ুন - হোয়াইটওয়াশের লজ্জায় ম্যাচ শেষে মেজাজ হারালেন ক্যাপ্টেন কোহলি!