নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকে দেশ জুড়ে শোকের আবহ। বিসিসিআই-এর তরফে  আগেই জানানো হয়েছিল, এবার আইপিএলে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে না। সেই অর্থ এবার তুলে দেওয়া হবে সেনা তহবিলে। পাশাপাশি আইপিএল উদ্বোধনে ভারতীয় সেনাকে সম্মান প্রদর্শনের জন্য থাকছে মিলিটারি ব্যান্ড-এর পারফরম্যান্স। সেই তালিকায় এবার জুড়ে গেল চেন্নাই দলের বড়সড় সিদ্ধান্ত। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আয় পুলওয়ামার শহিদ পরিবারদের হাতে তুলে দেবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২৩ মার্চ চিপকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তার পরেই উদ্বোধনী ম্যাচে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে বিরাট কোহলির বেঙ্গালুরু। বুধবার চেন্নাই দলের ডিরেক্টর রাকেশ সিং জানান, চলতি আইপিএল-এর প্রথম হোম ম্যাচ থেকে যা আয় হবে, তা পুলওয়ামার শহিদ পরিবারদের হাতে তুলে দেবে চেন্নাই। ইতিমধ্যেই চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের টিকিট প্রথম দিনেই বিক্রি শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। শনিবার সেই চেক তুলে দেবেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ তিনি যে আবার ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল।



প্রসঙ্গত, রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের  সিরিজের তৃতীয় ম্যাচে ধোনির উদ্যোগেই ভারতীয় সেনাবাহিনীকে সম্মান প্রদর্শনে ভারতীয় দলের ক্রিকেটাররা ফৌজি টুপি পরে মাঠে নেমেছিলেন।


আরও পড়ুন - IPL 2019: চেন্নাইয়ের হয়ে ধোনি কত নম্বরে ব্যাট করবেন? জানিয়ে দিলেন ফ্লেমিং