Dhoni-Kirsten-Nehra: সেই ওয়াংখেড়েতেই ২০১১ বিশ্বকাপ জয়ী তিন সদস্যের রিইউনিয়ন!-WATCH
ম্য়াচের পর এদিন এক নস্ট্যালজিক মুহূর্তের জন্ম হয়। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তিন সদস্যের দেখা হয়ে যায়। এমএস ধোনি (MS Dhoni), গ্যারি কার্স্টেন (Gary Kirsten) ও আশিস নেহরা (Ashish Nehra) চুটিয়ে আড্ডা মারেন। গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এসে ধোনি-গ্য়ারির ছবিও তুলে দেন।
নিজস্ব প্রতিবেদন: গত রবিবার আইপিএলের (IPL 2022) ৬২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)।
রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে এমএস ধোনি ও হার্দিক পাণ্ডিয়াদের (CSK VS GT) লড়াই ছিল এক দলের কাছে নিয়মরক্ষার, অন্য় দলের কাছে নিজেদের আধিপত্য বিস্তারের। ইতিমধ্যে আইপিল প্লেঅফ থেকে ছিটকে যাওয়া চেন্নাই এই ম্যাচে সাত উইকেটে হারে গুজরাতের কাছে।
ম্য়াচের পর এদিন এক নস্ট্যালজিক মুহূর্তের জন্ম হয়। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তিন সদস্যের দেখা হয়ে যায়। এমএস ধোনি (MS Dhoni), গ্যারি কার্স্টেন (Gary Kirsten) ও আশিস নেহরা (Ashish Nehra) চুটিয়ে আড্ডা মারেন। গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এসে ধোনি-গ্য়ারির ছবিও তুলে দেন। সোমবার অর্থাৎ আজ এই ভিডিও শেয়ার করেছে সিএসকে।
১৯৮৩ সালের পর ফের ২০১১ সালে ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। ধোনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন। সেই দলেরই কোচ ছিলেন কার্স্টেন। সেই বছরের বিশ্বকাপের দলে থাকা নেহরা এখন গুজরাত টাইটান্সের কোচ। মেন্টরের ভূমিকায় রয়েছেন কার্স্টেন।
আরও পড়ুন: KKR: 'ক্য়াপ্টেন আপনার সব নির্দেশ মেনে চলা পিওন নয়'! ম্যাকালামকে তোপ প্রাক্তন পাক অধিনায়কের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)