গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন শুটার হীনা সিধু
গোল্ড কোস্টে রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জেতেন সিধু। মঙ্গলবার ২৫মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার এলিনা গালিয়াবোভিচের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ২৮ বছর বয়সী হীনা সিধুর।
নিজস্ব প্রতিবেদন : শুটিংয়ের সৌজন্যে গেমসের ষষ্ঠ দিনে সোনা এল ভারতের। হীনা সিধুর হাত ধরে একাদশ সোনা জয় ভারতের। ২৫ মিটার পিস্টল ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন শুটার হীনা সিধু।
আরও পড়ুন- সাইনা-শ্রীকান্তদের হাত ধরে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সোনা ভারতের
গোল্ড কোস্টে রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জেতেন সিধু। মঙ্গলবার ২৫মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার এলিনা গালিয়াবোভিচের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ২৮ বছর বয়সী হীনা সিধুর। শেষ পর্যন্ত ফাইনালে ৩৮ স্কোর করে গেমস রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন তিনি। একই ইভেন্টে ৬ নম্বরে শেষ করেন আর এক ভারতীয় শুটার অনু সিং।
মঙ্গলবার শুটিংয়ে ভারতের শুরুটা অবশ্য ভাল হয়নি। ৫০ মিটার প্রোন রাইফেল ইভেন্টে হতাশ করেন অলিম্পিকে পদকজয়ী গগন নারাঙ্গ।
আরও পড়ুন - মালয়েশিয়াকে হারিয়ে কমনওয়েলথে হকির সেমিফাইনালে হরমনপ্রীতরা