CWG 2022 : সিয়াচেনে ডিউটি থেকে স্টিপলচেজে রুপো, জওয়ান অবিনাশের উত্থান
অবিনাশ ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার পদে কর্মরত। সেনাবাহিনীর ৫ নম্বর ব্যাটেলিয়ন হিসেবে তিনি ডিউটি দিয়েছেন সিয়াচেন হিমবাহে, যেখানে মাইনাস ৫৫ ডিগ্রি ঠান্ডা। শুধু ঠান্ডার আবহাওয়া নয়, তিনি থেকেছেন দিনের পর দিন রাজস্থানের গরমেও, তাপমাত্রা যেখানে ৫০ ডিগ্রিরও ওপরে। এমনকি গিয়েছেন সিকিমের জঙ্গলে, সেখানেও কাজ করেছেন অনায়াসে। এ বার সেই জওয়ান পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) স্টিপলচেজে (steeplechase) জাতীয় রেকর্ড ভেঙে রুপো জিতে নিলেন ভারতের অবিনাশ সাবলে (Avinash Sable)। শনিবার ৮:১১ :২০ মিনিটে নিজের ইভেন্ট শেষ করেন তিনি। নিজেই নিজের রেকর্ড ভেঙে রুপো জিতলেন তিনি। এই বছরের শুরুতে ডায়মন্ড লিগে ৮:১২:৪৮ মিনিটে ইভেন্ট শেষ করেন তিনি। আর এ বার ৩০০০ মিটার স্টিপলচেজ শেষ করলেন ৮:১১:২০ মিনিটে।
সবার মধ্যে কম-বেশি লড়াই করার জেদ থাকে। তবে জওয়ানদের রক্তে জেদের ভাগই বেশি। তাঁরা হার মানতে চান না। এমনই একজন কমনওয়েলথ গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জয়ী অবিনাশ সাবলে। মুম্বইয়ের বাসিন্দা ছয় বছর আগেও যিনি জানতেন না অ্যাথলেটিক্স থেকে পদক আনবেন।
আরও পড়ুন: CWG 2022, IND vs ENG : রুদ্ধশ্বাস ম্যাচে কুপোকাত ইংল্যান্ড, ফাইনালে সোনার লড়াইয়ে ভারত
আরও পড়ুন: Harmanpreet Kaur, CWG 2022 : কীভাবে দলকে তাতিয়েছিলেন? জানালেন হরমনপ্রীত
অবিনাশ ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার পদে কর্মরত। সেনাবাহিনীর ৫ নম্বর ব্যাটেলিয়ন হিসেবে তিনি ডিউটি দিয়েছেন সিয়াচেন হিমবাহে, যেখানে মাইনাস ৫৫ ডিগ্রি ঠান্ডা। শুধু ঠান্ডার আবহাওয়া নয়, তিনি থেকেছেন দিনের পর দিন রাজস্থানের গরমেও, তাপমাত্রা যেখানে ৫০ ডিগ্রিরও ওপরে। এমনকি গিয়েছেন সিকিমের জঙ্গলে, সেখানেও কাজ করেছেন অনায়াসে। এ বার সেই জওয়ান পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেন।
সেনাবাহিনীর একটি আন্তঃ প্রাতিষ্ঠানিক আসরে অংশ নিয়ে অ্যাথলিট হিসেবে নজর কাড়েন অবিনাশ। ৩২ বছরের এই তারকা অনামী থেকে নামীতে পরিণত হন। শনিবার কমনওয়েলথ গেমসে জাতীয় রেকর্ড ভাঙেন তিনি, যা অবশ্য তাঁর কাছে নতুন কোনও বিষয় নয়। এই নিয়ে মোট নয়বার জাতীয় রেকর্ড গড়লেন তিনি। অবিনাশ এর আগে ৫,০০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন (১৩:২৫:৬৫)। ২০২০ সালের নভেম্বর দিল্লিতে হাফ ম্যারাথনে জাতীয় রেকর্ড গড়েন (১:০০:৩০)। চলতি বছরে ৩,০০০ মিটার স্টিপলচেজেও জাতীয় রেকর্ড গড়েছিলেন (৮:১৬:২১)। সেই নজিরও পিছনে ফেলে তিনি এগিয়ে চলেছেন।
ভারতীয় খেলায় নানা চরিত্রের মানুষ রয়েছেন। অবিনাশও তরুণ প্রজন্মের কাছে এক প্রেরণার নাম। তিনি সেনা সুবেদার হিসেবেই জীবন শেষ করে দিতে পারতেন। কিন্তু অ্যাথলিট হওয়ার ইচ্ছে মনের কোনে ছিল তাঁর, সেটাকেই পাথেয় করে এগিয়ে গিয়েছিলেন বলেই তাঁর প্রতি সকলের সম্মান ও শ্রদ্ধা ঝরে পড়ছে।