Priyanka Goswami, CWG 2022 : রুপোজয়ী প্রিয়াঙ্কার `গোপাল ঠাকুর` প্রেম,ভিডিয়ো ভাইরাল
কমনওয়েলথের ১০০০০ মিটার ওয়াক রেসে ইতিহাস গড়লেও প্রিয়াঙ্কার কেরিয়ারের শুরু কিন্তু অন্যভাবে হয়েছিল। প্রথমে জিমন্যাস্ট হতে চেয়েছিলেন মেরঠের এই কন্যা। তবে পরবর্তী সময় তিনি ওয়াক রেস শুরু করেন। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর রুপো জিতলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রিয়াঙ্কা রেকর্ড টাইমিং সহ ২০কিমি রেস জিতেছিলেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস গড়েছেন 'রেস ওয়াকার' প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০,০০০ মিটারের ইভেন্টে রুপো জিতেছেন ভারতের এই মহিলা অ্যাথলিট। প্রিয়াঙ্কার দাবি, 'লাকি চার্ম' কাছে ছিলেন বলেই তিনি অসাধ্য সাধন করে পদক জিতেছেন। আর তাঁর 'লাকি চার্ম' হলেন 'গোপাল ঠাকুর'। টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। ১৯ নম্বরে শেষ করেছিলেন। তবে এহেন প্রিয়াঙ্কা চলতি কমনওয়েলথে নজির গড়ে ফেললেন। মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে (10,000m Race Walk) অসাধারণ পারফরম্যান্স করে রুপো জিতেছিলেন তিনি। নিজের সেরা টাইমিং করে রুপো পেয়েছেন। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছিলেন। এটিই ছিল তাঁর ব্যক্তিগত সেরা স্কোর। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী (Prime Minster of India) নরেন্দ্র মোদী (Narendra Modi)।
নিজের 'লাকি চার্ম' সম্পর্কে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর সঙ্গে সবসময় 'গোপাল ঠাকুর' থাকেন । 'গোপাল ঠাকুর'-এর পরম ভক্ত প্রিয়াঙ্কা সবসময় তার একটি ছোটো মূর্তি নিজের সঙ্গে রাখেন। সেকথাও জানিয়েছেন তিনি। রুপো জয়ের পরবর্তীতে এক সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কার দাবি, লাকি চার্মের কারণেই তাঁর পক্ষে এই রুপো জয় সম্ভব হয়েছে। তিনি বলেন, "আমার কাছে রয়েছেন 'গোপাল ঠাকুর'। আমি সবসময় যে কোনও প্রতিযোগিতাতেই যাই না কেন ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যাই। ওঁর জন্যই আমি পদক জিতলাম।" প্রিয়াঙ্কা আরও যোগ করেছেন, "যে সব দেশে আমি টুর্নামেন্টে খেলেছি, সেই সব দেশের পতাকার রঙে আমি আমার নখকে রাঙিয়েছি। আমার নখে ইংল্যান্ডের পতাকা রয়েছে কমনওয়েলথ গেমসের কারণে। জাপানের পতাকা রয়েছে অলিম্পিক্সের। আমার হাতে রয়েছে স্পেন-সহ বিভিন্ন দেশের পতাকা কারণ এইসব দেশে আমি টুর্নামেন্টে লড়াই করেছি।'
আরও পড়ুন: CWG 2022: জার্সি উড়িয়ে সৌরভের লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনলেন লক্ষ্য
আরও পড়ুন: Rohit Sharma, WI vs IND: এশিয়া কাপের আগে সতীর্থদের কড়া বার্তা দিলেন 'হিটম্যান', ভিডিয়ো ভাইরাল
কমনওয়েলথের ১০০০০ মিটার ওয়াক রেসে ইতিহাস গড়লেও প্রিয়াঙ্কার কেরিয়ারের শুরু কিন্তু অন্যভাবে হয়েছিল। প্রথমে জিমন্যাস্ট হতে চেয়েছিলেন মেরঠের এই কন্যা। তবে পরবর্তী সময় তিনি ওয়াক রেস শুরু করেন। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর রুপো জিতলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রিয়াঙ্কা রেকর্ড টাইমিং সহ ২০কিমি রেস জিতেছিলেন।
Congratulations to our national race walking champion Priyanka Goswami for winning the coveted Silver medal. By this medal, she has inspired many youngsters in India to take up this sport. May she keep scaling new heights of success in the times to come. #Cheer4India pic.twitter.com/GKHPjgUEMo
প্রিয়াঙ্কার এমন সাফল্যকে কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে এই অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছিলেন। মোদী লিখেছিলেন, '১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জেতার জন্য প্রিয়াঙ্কা তোমাকে অনেক অভিনন্দন। প্রিয়াঙ্কার এই পারফরম্যান্স ও রুপো জয় দেশের অগণিত তরুণদের উজ্জীবিত করবে। এ ভাবেই এগিয়ে যাও।'
কমনওয়েলথ গেমসকে সামনে রেখে দীর্ঘদিন কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। কমনওয়েলথে প্রিয়াঙ্কার এই রেসে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার মনটাগ। ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি। অজি অ্যাথলিটের থেকে মাত্র ১ মিনিট বেশি সময় নিয়ে এই রেস শেষ করেছিলেন প্রিয়াঙ্কা। ফলে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।