পঞ্চম আইএসএলে চ্যাম্পিয়ন হবে এটিকে, বলছেন সৌরভ
আইএসএলের পঞ্চম সংস্করণে স্টিভ কোপেলের কোচিংয়ে নামছে এটিকে৷ সঙ্গে সহকারি হিসেবে আছেন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন। আর এবার দলের খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী অন্যতম কর্নধার সৌরভ৷
নিজস্ব প্রতিবেদন : আসন্ন আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারে এটিকে। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এটিকে-কে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-র গত মরশুম সবচেয়ে খারাপ কেটেছে৷ গতবার ন নম্বরে শেষ করলেও, কিন্তু এবার নিজের দলকে চ্যাম্পিয়ন দেখছেন মহারাজ৷
আরও পড়ুন - হুইলচেয়ার ক্রিকেটে পাকিস্তানকে ৮৯ রানে হারাল ভারত
২০১৪ সালে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসেএলে পা-রেখেছিল এটিকে৷ প্রথম তিন মরশুমের মধ্যে দু-বার চ্যাম্পিয়ন এবং একবার প্লে-অফে উঠেছিল কলকাতার দলটি। গত মরশুমে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্কে ছেদ পড়তেই আইএসএলে হতাশজনক পারফরম্যান্স হয় সৌরভের দলের৷ দশ দলের আইএসএলে ন-নম্বরে শেষ করে এটিকে৷
আইএসএলের পঞ্চম সংস্করণে স্টিভ কোপেলের কোচিংয়ে নামছে এটিকে৷ সঙ্গে সহকারি হিসেবে আছেন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন। আর এবার দলের খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী অন্যতম কর্নধার সৌরভ৷ সৌরভ বলেন, "এ মরশুমে আমরা নতুনভাবে শুরু করছি৷ আশা করি এবার আমাদের ভাগ্য সঙ্গ দেবে৷ আইএসএলে আমাদের দারুণ রেকর্ড রয়েছে৷ গত মরশুমটা ভালো যায়নি৷ কিন্তু আমি নিশ্চিত এবার ভালো কাটবে৷" ২৯ সেপ্টেম্বর, যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবার সুপার লিগে অভিযান শুরু করবে সৌরভের এটিকে৷