নিজস্ব প্রতিবেদন: প্রতিযোগিতার ফাইনালে হেরে আত্মঘাতী ‘দঙ্গল’ খ্যাত গীতা, ববিতা ফোগতের বোন। কুস্তি প্রতিযোগিতায়য় ফাইনালে হার। মানতে না পেরে আত্মহত্যা করলেন কুস্তিগীর রীতিকা ফোগত, জানিয়েছে পরিবার। ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে প্রথম সারিতে নাম রয়েছে গীতা ও ববিতা ফোগট। তাঁদের বোন রীতিকা ফোগত। তিনিও কুস্তিগীর হিসেবে ভাল নাম অর্জন করেছিল। ক্রমশ একটু একটু করে খ্যাতি অর্জন করছিল সে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৭।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার কুস্তির ফাইনাল খেলা হয়। পরিবারের দাবি জিততে না পারার দুঃখ খুড়ে খুড়ে খেতে থাকে তাঁকে। বৃহস্পতিবার আত্মহত্যার করেন রীতিকা ফোগত। যে খবরে শোকস্তব্ধ কুস্তিমহল। 


ফোগট পরিবারকে গোটা বিশ্ব চিনেছিল আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে। সেই পরিবারের সদস্য রীতিকা। স্টেট লেভেলে সাব-জুনিয়র বিভাগে খেলত সে। ভরতপুরে একটি প্রতিযোগিতার ফাইনাল খেলায় মাত্র ১ পয়েন্টের জন্য হারতে হয় রীতিকাকে।


 



মহাবীর সিংহ ফোগটের কাছেই প্রশিক্ষণ নিতেন রীতিকা। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন মহাবীর সিংহ। রীতিকা ফোগতের আত্মহত্যায়  শোকস্তব্ধ মহাবীর ফোগত।