ওয়েব ডেস্ক : ডোয়েন ব্র্যাভোর পর এবার ডারেন স্যামি। ভারতীয় চলচ্চিত্রে এবার দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ককে। ভারতীয় ওপেনার মুরলি বিজয়ের সঙ্গে একটি তামিল সিনেমায় অভিনয় করবেন স্যামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার সারগুনাম এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তামিলনাড়ুর এই অলরাউন্ডারই  বাল্যবন্ধু মুরলি বিজয় ও স্যামিকে তামিল সিনেমায় নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন। বিজয় এবং স্যামি ইতিমধ্যেই তামিল সিনেমা কারথি সেভেন্টি সেভেনের প্রোমোতেও অংশ নিয়েছেন।


আরও পড়ুন,র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কোহলি


লিগের শেষ ল্যাপে এসে সতর্ক মরগ্যান