Dattajirao Gaekwad died: প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার
৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন প্রাক্তন টেস্ট অধিনায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জীবনের বাইশ গজে সেঞ্চুরি থেকে মাত্র ৫ বছর দূরে ছিলেন। প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড়ের। বয়স হয়েছিল ৯৫।
আরও পড়ুন: Saurabh Tiwary: ঠিক যেন ছিলেন ধোনির ফটোকপি! এবার মহান ভাবনায় ছাড়লেন ক্রিকেট
ভারতের হয়ে ১১ টেস্ট খেলেছিলেন দত্তজিরাও। দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৪ টেস্টে। এদিন গুজরাটের বরোদায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন প্রাক্তন টেস্ট অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। এক্স হ্যান্ডেলে লেখেন, 'বরোদা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন দত্তজিরাও স্যর। মোতিবাগ ক্রিকেট মাঠে বট গাছের নীচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। আর খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের। তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভূত হবে। ক্রিকেটবিশ্বের জন্য এটা বড় ক্ষতি'।
দত্তজিরাওয়ে ছেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। বাবার মতো টেস্ট খেলেছিলেন তিনি। দেশের প্রতিনিধিত্ব করেছেন একদিনের ম্যাচেও। ৪০টি টেস্ট এবং ১৫টি ম্যাচ খেলেছিলেন অংশুমান। ভারতীয় দলের সদস্য ছিলেন ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত।
ভারতের হয়ে ৯ বছর খেলেছিলেন দত্তজিরাও।
আরও পড়ুন: Paris 2024: আর্জেন্টিনা বাজাল ব্রাজিলের বিদায়ঘণ্টা! অলিম্পিক্সে এবার মেসিকে চাই বন্ধু-কোচের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)