জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যেটা বিশ্বের বাকিরা পারেননি, সেটাই করে দেখিয়েছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। তিনি লিওনেল মেসিকে (Lionel Messi) ইন্টার মিয়ামিতে (Inter Miami) খেলিয়ে দেখিয়ে দিয়েছেন ভালোবাসা ও সম্পর্কে সব হয়। অর্থের থলি দিয়ে ঘুরে তারকার তারকাদের মন পাওয়া যায় না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেসি সেই কারণেই প্রতি ম্যাচে গোল করছেন, আর গ্যালারিতে মালিক বেকহ্যামকে দেখিয়ে অভিনব উচ্ছ্বাস দেখাচ্ছেন। সেটিও দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে।



শনিবার অর্থাৎ ২৯ জুলাইয়ের রাতে মেসি, বেকহ্যাম ও দলের অন্য এক তারকা সের্জিও বাসকুয়েটসরা (Sergio Busquets) মিলে মিয়ামির জনপ্রিয় রেস্তোরায় নৈশভোজ সারলেন। সেই পার্টিতে ছিলেন তাঁদের প্রেমিকা ও স্ত্রীরাও। দেখা গিয়েছে বেকহ্যামের মডেল স্ত্রী ভিক্টোরিয়াকেও। যিনি আবার গানও গেয়েছেন। কোমর দুলিয়েছেন স্বামী বেকসও।


আরও পড়ুন: Lionel Messi And Diego Maradona: 'আইডল' মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী বিশ্বকাপ খেলার জল্পনা উসকে দিলেন মেসি


আরও পড়ুন: EXCLUSIVE, Asian Games 2023: 'আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!' কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ


মেসি, বেকহ্যামদের সঙ্গে ডিনারে রয়েছেন তাঁদের স্ত্রীরাও। এই রেস্তোরাঁর মালিক আবার ব্যাড বানি ও ডেভিড গ্রুটম্যান। যাঁরা আমেরিকাসহ গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসায়ী। বিশ্বের বিভিন্ন শহরে এদের গ্রুপ রয়েছে। 



নৈশভোজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন বেকহ্যাম পত্নী। ছবিতে দেখা গিয়েছে সস্ত্রীক লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম ও ডেভিড গ্রুটম্যানকে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, ইসাবেলা গ্রুটম্যান ও ভিক্টোরিয়া একসঙ্গে ছবিও তুলেছেন। সঙ্গে ছিলেন বাসকুয়েটসের বান্ধবী এলিনা গ্যালেরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)