ওয়েব ডেস্ক: ডাবলসে হেরে যাওয়ার পরই বোঝা গিয়েছিল, এমনটা হতে চলেছে। হয়তো আর শেষ রক্ষা হবে না। হলও সেটাই। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে উঠতে ব্যর্থ ভারত। কানাডার কাছে দুই-তিন ফলাফলে হেরে ফের এশিয়ান জোনে ফিরে এল মহেশ ভূপতির দল। ওয়ার্ল্ড গ্রুপে উঠতে গেলে টাইয়ের শেষদিনে দুটো ম্যাচই জিততে হত ভারতকে। তবে ম্যাজিক দেখাতে পারেননি রামকুমার রামানাথন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সমালোচনার জবাব দিলেন গ্যারেথ বেল, জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ


বিশ্বের একান্ন নম্বর খেলোয়াড় শাপোভালভকে কাছে স্ট্রেট সেটে হেরে যান রামকুমার। ভারতের ওয়ার্ল্ড গ্রুপে ওঠার স্বপ্ন তখনই শেষ হয়ে যায়। শেষ ম্যাচে কানাডার ব্রেডেন শ্নুরকে হারিয়ে সান্ত্বনার জয়টা পান ইউকি ভামরি।


আরও পড়ুন  মাঠের মধ্যে পেনাল্টি মারা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন নেইমার ও কাভানি