ওয়েব ডেস্ক : প্রথমদিন থেকেই জমে উঠেছে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফের টাই। ভারত-কানাডার লড়াইয়ে দু'দেশই একটি করে ম্যাচ জিতে বুঝিয়ে দিল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে প্রথম টাইয়ে মুখোমুখি হয়েছিলেন রামকুমার রামানাথন এবং ব্রেডেন স্নুর। রামকুমার জিতলেও দ্বিতীয় টাইয়ে হারতে হয় ভারতের ইউকি ভাম্বরিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু


ইদানিংকালে দুরন্ত ফর্মে রয়েছেন রামকুমার। এই নিয়ে টানা পাঁচটি ডেভিস কাপের ম্যাচ জিতলেন চেন্নাইয়ের এই বাইশ বছরের খেলোয়াড়। এদিন চার সেটের লড়াইয়ের পর স্নুরকে হারিয়ে দেন রামকুমার। প্রথম সেট প্রতিপক্ষের কাছে হারলেও পরবর্তী তিনটি সেটে ব্রেডেনকে দাঁড়াতেই দেননি তিনি। তিন ঘন্টার লড়াইয়ের পর ভারতকে এক-শূন্য ফলে এগিয়ে দিয়ে কোর্ট ছাড়েন রামকুমার। তবে পরের টাইয়ে লড়াই করেও হেরে যান ইউকি ভাম্বরি। বিশ্ব ক্রমতালিকায় একান্ন নম্বরে থাকা ডেনিস শাপোভালভের কাছে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর হার মানতে হয় ইউকিকে। প্রথম দুটি সেট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেলেও পরপর দুটি সেট জিতে প্রতিপক্ষকে চমকে দেন ভারতের এই তরুণ তুর্কি। কিন্তু শেষ সেটে হার মানতে হয় ইউকিকে। ম্যাচ হারলেও অবশ্য সবার মন জয় করে নেন ইউকি।