ভারত- ৩১৭/৪ (প্রথম দিনের শেষে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: জোড়া ধাক্কার জবাবে জবাবে জোড়া সেঞ্চুরি। আর তাতেই বিশাখাপত্তনাম টেস্টে প্রথম দিনটা ভারতের কাছে দারুণ গেল। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩১৭। দিনটা আরও ভাল যেত যদি না শেষের দিকে রাহানে আউট হতেন।বিরাট কোহলি ১৫১ রানে অপরাজিত। মানে আগামিকাল আরও ২০০ রান যোগ করলেও ইংল্যান্ডকে পুরো চাপে ফেলে দেওয়া যাবে। পিচ দেখেই বোঝা যাচ্ছে আড়াই দিন থেকে বল ঘুরবে।



আরও পড়ুন- সকালের জোড়া ধাক্কা সামলে দুপুরে জোড়া শতরান


আজ দিনের শুরুটা টসে জেতার পর বেশ খারাপ হয়েছিল ভারতের। মাত্র ২২ রানের মধ্যে দু উইকেট পড়ে গিয়েছিল ভারতের। এরপরই পূজারা-কোহলির ফাইটব্যাক। তৃতীয় উইকেটে কোহলি-পূজারা যোগ করেন ২২৬ রান। পূজারা করেন ১১৯ রান। জেমস অ্যান্ডারসান নেন ৩ উইকেট। ব্রড ১টি। ব্রিটিশ স্পিনাররা ব্যর্থ। অমিত মিষ্রকে বাদ দিয়ে জয়ন্ত যাদবকে খেলাচ্ছে ভারত। দিল্লির এই ২৬ বছরের অফ স্পিনারের এটি অভিষেক টেস্ট।