পঞ্জাব কিংস ১৯৫/৪
দিল্লি ক্য়াপিটালস ১৯৮/৪
দিল্লি জয়ী ৬ উইকেটে (১০ বল হাতে রেখে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় দ্বিতীয় ম্যাচে দিল দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৬ উইকেটে হারিয়ে দিল পঞ্জাব কিংসকে (Punjab Kings) এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করল পঞ্জাব। দলের দুই দুর্দান্ত ওপেনার কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের (KL Rahul ও Mayank Agarwal) ব্যাটে ভর করে পঞ্জাব চার উইকেট হারিয়ে দিল্লিকে ১৯৬ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ১০ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় দিল্লি।


এদিন মারমুখী মেজাজেই রাহুল-ময়াঙ্ক ব্যাট করতে শুরু করেছিলেন। ১৩ ওভারের মধ্যেই ১২২ রান তুলে ফেলেন দুই স্মার্ট ক্রিকেটার। ময়াঙ্ক ৩৬ বলে ঝোড়়ো ৬৯ রানের ইনিংস খেলে দলের জন্য নিজের যথাযথ অবদান রেখে যান। সাতটি ৪ ও চারটি ৬ দিয়ে নিজের ইনিংস সাজান ময়াঙ্ক। লুকমান মেরিওয়ালার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। কয়েক ওভারের মধ্যেই ময়াঙ্কের পথ ধরেন রাহুলও। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলে কাগিসো রাবাদার বলে উইকেট দিয়ে আসেন পঞ্জাবের অধিনায়ক।রাহুলের ব্যাট থেকে আসে ৭টি চার ও ২টি ছয়। রাহুল যখন ফেরেন তখন ১৬ ওভারের খেলা চলছিল। পঞ্জাবের স্কোর ছিল ১৪১। এরপর বাকি চার ওভারে ক্রিস গেইল (১১) দীপক হুডা (অপরাজিত ২২) ও শাহরুখ খান (১৫) মিলে দলের স্কোর নিয়ে যান ১৯৫ রানে।


১৯৬ রানে টার্গেট নিয়ে দিল্লির হয়ে ব্যাট করতে নামেন পৃথ্বী শ (Prithvi Shaw) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan) রান তাড়া করতে নেমেছেলিন। পৃথ্বী ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলে ফেরার পর ধাওয়ান বুঝে নেন যে, তাঁকেই এবার টানতে হবে। ধাওয়ানকে সঙ্গ দিতে আসা স্টিভ স্মিথ (Steven Smith) এদিনও বড় রানের মুখ দেখলেন না। মাত্র ৯ রান করলেন তিনি। ধাওয়ান ফিরলেন ৪৯ বলে অসাধারণ ৯২ রানের ইনিংস খেলে। জাই রিচার্ডসনের বলে বোল্ড হয়ে যান গব্বর। এদিন তাঁর চোখ ধাঁধানো ইনিংসে ১৩টি চার ও ২টি ছয় ছিল। ধাওয়ান ফেরেন ম্যাচের ১৫ নম্বর ওভারে। তখন দলের স্কোর ১৫২। এরপর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ও অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ধীরে ধীরে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্টোইনিসকে রেখে পন্থ ফিরে যান। ১৬ বলের ১৫ রানের ক্য়ামিও ইনিংস খেলেন তিনি। রিচার্ডসনের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে বসেন পন্থ। তবে স্টোইনিস বুঝে যান ম্যাচ জেতানোর দায়িত্বটা তাঁকেই নিতে হবে। ললিত যাদবকে নিয়ে ঠান্ডা মাথায় ম্যাচটা বার করে আনেন তিনি। শেষ পর্যন্ত ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন স্টোইনিস। ললিতও খেলেন ৬ বলে অপরাজিত কার্যকরী ১২ রানের ইনিংস।