নিজস্ব প্রতিবেদন: পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে ২৫০ ফুট খাদে পড়ে মৃত্যু হল ৪৫ বছর বয়সি প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শেখর গাওলি। মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন শেখর। বর্তমানে তিনি মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাসিকের লগাতপুরি পুলিস স্টেশনের ইন্সপেক্টর অশোক রত্নপারখি নিশ্চিত করেছেন, গাওলির মৃত্যুর খবর। তিনি জানিয়েছেন, "বন্ধু-বান্ধবদের সঙ্গে নাসিকের লগাতপুরিতে পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন গাওলি। আমরা এটাকে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে করছি। কারণ শেখরের সঙ্গে থাকা মানুষেরা আমাদের জানিয়েছেন, সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের পর আমরা মরদেহ পরিবারের হাতে তুলে দেব।"


বন্ধু-বান্ধবদের সঙ্গে হুট করে ঘুরতে যাওয়ার নেশা ছিল প্রাক্তন ক্রিকেটার শেখর গাওলির। আর সেই শখই তাঁর জীবনের করুণ পরিণতি ডেকে আনল। শেখর গাওলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।



আরও পড়ুন - ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনির সেই ব্যাটই বিশ্বের সবচেয়ে দামি!