জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন সাতেক আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সুকৌশলে বিরাট বদলের ইঙ্গিত দিয়েছিল। কী সেই পরিবর্তন? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটি। ক্রেগ ব্রেথওয়েটদের (Kraigg Brathwaite) বিরুদ্ধে নামার আগে, রোহিত শর্মা অ্যান্ড (Rohit Sharma ) কোং নিজেদের মধ্যে দল করে, গা ঘামানোর ম্যাচ খেলেছিল। আর সেই ম্যাচে রোহিত শর্মার ওপেনিং পার্টনার ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রোহিতের সঙ্গে শুভমন গিলকে (Shubman Gill) না দেখে অনেকেই চমকে ছিলেন সেদিন। আর বাস্তবে ঠিক সেটাই ঘটল। ডমিনিকা টেস্টে ওপেন করতে নেমেছেন রোহিত-যশস্বী। ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়া নক্ষত্র ক্রিকেটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) জায়গায় খেলানো হবে শুভমনকে। রোহিত-যশস্বীর মধ্যে কেউ আউট হলেই তিনে নামবেন শুভমন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs WI: অশ্বিনের ৫ উইকেটে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, ম্যাচে ফিরতে পারবে উইন্ডিজরা?
 


ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই রবির (রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট, রবীন্দ্র জাদেজা ৩ উইকেট) দাপটে ব্রেথওয়েট অ্যান্ড কোং মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে ভারত রোহিত-যশস্বীর দৌলতে ৮০ রান তুলেছে। অভিষেক টেস্টেই ছাপ রেখেছেন যশস্বী। ৭৩ বলে ৪০ রানে তিনি অপরাজিত আছেন। হাফ ডজন চার হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে রোহিত ৬৫ বলে ৩০ রানে অপরাজিত আছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে দুরন্ত পারফর্ম করেছেন যশস্বী। ১৫ ম্যাচে ১৮৪৫ রান এসেছে ২১ বছরের উত্তরপ্রদেশের ক্রিকেটারের হাত থেকে। তেমনই ভালো যশস্বীর আইপিএল পারফরম্যান্স। যার সুবাদেই যশস্বী টেস্ট দলে সুযোগ পেয়েছেন। 


কথায় বলে 'মর্নিং শোজ দ্য ডে'। যশস্বীর ব্য়াটিং মোহিত করেছে ভারতীয় ক্রিকেট ফ্যান ও ক্রিকেট পণ্ডিতদের। ভারতীয় দল খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে যে, টিম ইন্ডিয়া আগামীর রূপরেখা বানিয়ে ফেলেছে। ইয়ং ব্রিগেডকেই শোকেজ করছে টিম ইন্ডিয়া। ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও, ফিনিশিং লাইন টপকাতে পারেনি খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। ভারত তাই বিরাট পরিবর্তনের কথাই ভেবেছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতে তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছেফের লড়াই শুরু অধরা টেস্ট মেসের জন্য। যার জন্য মরিয়া দ্রাবিড়ের শিষ্যরা। উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষ হওয়ার চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। 


আরও পড়ুন: Ravichandran Ashwin, WI vs IND: রোহিত-দ্রাবিড়কে কড়া বার্তা! মাঠে নেমেই বিরল রেকর্ড গড়লেন অশ্বিন



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)