Exclusive: বুমরার ক্যাপ্টেন্সি থেকে এজবাস্টনের আবহাওয়া, জি২৪ঘণ্টায় এক্সক্লুসিভ দীপ দাশগুপ্ত
দক্ষিণ আফ্রিকা সিরিজে সহ অধিনায়ক ছিলেন বুমরা ফলত তিনিই স্বাভাবিক পছন্দ বলে জানান দীপ। তিনি আরও জানান কাউন্টির সব খেলাতেই এই মাঠে ফলাফল পাওয়া গেছে যা মনে রাখার মতো বিষয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুমরা অধিনায়ক হওয়ায় অধিনায়ক হওয়ায় অবাক হননি দীপ দাশগুপ্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজে সহ অধিনায়ক ছিলেন তিনি। ফলত তিনিই স্বাভাবিক পছন্দ বলে জানান দীপ। অন্যদিকে এজবাস্টনের আবহাওয়া সম্পর্কে তিনি জানিয়েছেন আবহাওয়া ভেজা থাকায় এই মাঠে পিচের সঙ্গেই আকাশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
দীপ দাশগুপ্ত আরও জানিয়েছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এই মাঠের চারটি খেলা হয়েছে এবং সেখানে গড়ে ৩৫০ রান হয়েছে। অন্যদিকে মনে রাখার মতো বিষয় যে সব খেলাতেই ফলাফল হয়েছে। তিনি জানিয়েছেন টসে জিতলে ভারতের উচিত শুরুতে বোলিং করা।