নিজস্ব প্রতিবেদন: ভারতকে একা হাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতিয়ে সিরিজ পকেটে ভরতে নিজের ছাপ রেখেছিলেন দীপক চাহার (Deepak Chahar)। বাইশ গজে আলোচনায় ছিলেন চেন্নাই সুপার কিংসের স্টার বোলার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে জ্বলে ওঠেন চাহার। ৮২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়ে চমকে দিয়েছেন চাহার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের পর চাহার একদম অন্য ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন। গিটার হাতে রেট্রো গানে মাতালেন তিনি। ১৯৬৮ সালের ব্রহ্মচারী ছবির বিখ্যাত গান 'আজ কাল তেরে মেরে পেয়ারকে চর্চে' গাইলেন চাহার। মহম্মদ রফির কণ্ঠে এই গান 'অল টাইম ক্লাসিক'! চাহারকে সঙ্গে দিলেন চলতি শ্রীলঙ্কা সফরে ভারতের ফিজিও নিরঞ্জন পণ্ডিত। 


আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: অন্য মুডে Suryakumar, Hardik! গলা ছেড়ে গাইছেন 'Bheegi Bheegi'



দ্রাবিড়ের এই টিমে গান বাজনার একটা ব্যাপার দেখা গিয়েছে এই সিরিজে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর হোটেলে অন্য মুডে পাওয়া গিয়েছিল সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়াদের। ঈশান কিশান, কৃষ্ণাপ্পা গোথাম ও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গানের আসর বসিয়ে ছিলেন তাঁরা। সূর্য ও হার্দিক গলা ছেড়ে 'গ্যাংস্টার' ছবিতে ব্যবহৃত ভিগি ভিগি গান গেয়েছিলেন। সূর্যকুমার তাঁর ইনস্টাগ্রামে 'এক্সটেনডেড সেলিব্রেশন' বলেই এই ভিডিয়ো শেয়ার করলেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)