নিজস্ব প্রতিনিধি: ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল লিভারপুল। অ্যানফিল্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারাল ইপিএল চ্যাম্পিয়নরা। অথচ ঘরের মাঠে গানার্সদের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল রেডসরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় ছিনিয়ে নিল লিভারপুল। টানা ৩ ম্যাচেই জয়ের মুখ দেখল ক্লপের ছেলেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে রক্ষণের ভূলে গোল হজম করে লিভারপুল। ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে গোল হজম করার ৩ মিনিটের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে যুরগেন ক্লপের ছেলেরা। সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান। গোল পরিশোধের পর আক্রমণে আরও জোর বাড়ান মানে-সালাহ-ফির্মিনোরা। ৩৪ মিনিটে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন স্কটিশ লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। বিরতির পর আর্সেনাল গোলের সুযোগ পেলেও লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারের নৈপুণ্যতায় রক্ষা পায় ক্লপের দল। ৮৮ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমে গোল করে গানার্সদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নবাগত দিয়োগো শোটা। 


 


আরও পড়ুনদেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ করতে মরিয়া সৌরভের বোর্ড


 


লিভারপুলের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ফুটবলার। ৮০ মিনিটে সাদিও মানের পরিবর্ত হিসাবে শোটাকে মাঠে নামান ক্লপ। মাঠে নামার ৮ মিনিটের মধ্যেই গোল করে নিজের জাত চেনান শোটা। ম্যাচ শেষে ২৩ বছর বর্ষীয় এই লেফট উইঙ্গারের ভূয়ষী প্রশংসা করেন লিভারপুল কোচ যুরগেন ক্লপ। ইপিএলে টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। লেস্টার সিটি আর এভার্টনও ইপিএলের প্রথম ৩ ম্যাচে জয়ের মুখ দেখেছে। গোল পার্থক্যে ২ নম্বরে রয়েছে লিভারপুল।