নিজস্ব প্রতিবেদন : গত আইপিএলের ফর্মটা যেন এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ থেকেই দেখাতে শুরু করে দিলেন ঋষভ পন্থ। সৌরভ গাঙ্গুলি আর রিকি পন্টিংয়ের টিপসেই যেন বদলে গেলেন ২১ বছর বয়সী পন্থ। ২৭ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে রোহিতের মুম্বইয়ের কাছ থেক একা হাতেই ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন তিনি। দিল্লির ২১৩/৬ রানের জবাবে ১৭৬/৯ থামল মুম্বই। ৩৭ রানে জিতে দ্বাদশ আইপিএল-এ অভিযান শুরু করল দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



রবিবার ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিং করতে পাঠান রোহিত শর্মা। ম্যাকলেনঘেনের দাপটে শুরুতেই পৃথ্বি শ(৭) আর শ্রেয়শ আইয়ার(১৬) ফিরে গেলেও কলিন ইনগ্রাম (৪৭) ও শিখর ধাওয়ান(৪৩) জুটি দিল্লিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। এরপর ওয়াংখেড়ের বাইশ গজে পন্থ শো। সাতটা চার আর সাতটা ছক্কায় সাজানো ২৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন ঋষভ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে দিল্লি। ৩টি উইকেট নেন ম্যাকলেনেঘন। একটি করে উইকেট নেন বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া ও বেন কাটিং।



২১৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে ইশান্ত শর্মার দাপটে শুরুতেই বেকায়াদায় পড়ে যায় মুম্বই। রোহিত শর্মা(১৪) আর কুইন্টন ডি-কককে(২৭) সাজঘরে ফেরান ইশান্ত। দ্রুত ফেরেন সূর্যকুমার যাদব। এরপর হাল ধরেন যুবরাজ সিং এবং কায়রন পোলার্ড। পোলার্ড ২১ এবং ক্রুনাল পাণ্ডিয়া ৩২ রান করলেও হার্দিক পাণ্ডিয়া শূন্য রান করে সাজঘরে ফেরেন। বিশ্বজয়ের মাঠেই ব্যাট হাতে ঝড় তোলেন যুবরাজ সিং। কিন্তু শেষ রক্ষে হল না। ৩৫ বলে ৫৩ রান করে আউট হলেন যুবি। ১৭৬ রানে থামল মুম্বই। দিল্লির ইনিংসে শেষ বলে চোট পান বুমরাহ। এদিন তিনি আর ব্যাট করতে নামেননি। বুমরাহর চোট কিন্তু চিন্তায় রাখল মুম্বইকে। দিল্লির হয়ে ইশান্ত ও রাবাদা ২টি করে উইকেট নেন।


আরও পড়ুন - IPL2019, KKRvSRH: বিদ্যুত্ বিভ্রাট! ফের আঁধারে মুখ ঢাকল ক্রিকেটের নন্দনকানন