নিজস্ব প্রতিবেদন: আজিঙ্কে রাহানের অপরাজিত শতরান কাজে এল না। ধাওয়ান ধামাকা আর ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে জয়পুরে জিতল দিল্লি। ৬ উইকেটে রাজস্থানকে হারাল দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। জোস বাটলারকে ছাড়া খেলতে নেমে শুরুতেই শূন্য রানে সঞ্জু স্যামসনকে হারিয়ে বিপদে পড়ে যায় রাজস্থান। কিন্তু আজিঙ্কে রাহানের অপরাজিত শতরান আর অধিনায়ক স্টিভ স্মিথের অর্ধশতরানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে রাজস্থান। ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন রাহানে। ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো রাহানের ইনিংস। ৩২ বলে ৫০ রান করেন স্মিথ। দিল্লির হয়ে ২টি উইকেট নেন রাবাদা।



১৯২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন শিখর ধাওয়ান। ২৭ বলে ৫৪ রান করেন তিনি। কিন্তু দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র চার রানে আউট হলেন। এরপর ঋষভ পন্থের দাপুটে ব্যাটিং সঙ্গে পৃথ্বি শ-র ধৈর্যশীল ব্যাটিংয়ে ভর করে জয়ের পথ নিশ্চিত করে। কিন্তু ৪২ রানে ফিরে যান পৃথ্বি শ। কিন্তু ৩৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দিল্লিকে জিতিয়ে দিলেন ঋষভ পন্থ। চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দিল্লি। 


আরও পড়ুন - IPL 2019: ১২মে হায়দরাবাদে হবে আইপিএল-এর মেগা ফাইনাল!