ওয়েব ডেস্ক: অবশেষে পেশাদারিত্বের পথে হাঁটছে ভারতীয় ফুটবল। আইএসএলের ফ্রাঞ্চাইজি দিল্লি ডায়নামোসের হাত ধরে এবার নতুন একটা দিক খুলে গেল এ দেশের ফুটবলে। অফ সিজনে সাধারণত নিজেদের ফ্রাঞ্চাইজির সঙ্গে অনুশীলন করেন ফুটবলাররা। দিল্লি ডায়নামোস অবশ্য অন্য পথে হাঁটল। তাদের দুই ফুটবলার শৌভিক চক্রবর্তী ও ডিফেন্ডার অ্যানাসকে অনুশীলনের জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিল ডায়নামোস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর নায়িকার আবির্ভাব!


বর্তমানে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সঙ্গে প্রাক মরশুমে অনুশীলন করছেন শৌভিকরা। বিশেষ এই শিবির চলবে আগামী সতেরোই অগাস্ট পর্যন্ত। অস্ট্রেলিয়ার মতো জায়গায় উন্নতমানের পরিকাঠামোয় অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত এই দুই ফুটবলারও।


আরও পড়ুন  বড়বাজারের একটি গোডাউন থেকে উদ্ধার হল ৬৫ কেজি সোনা!