নিজস্ব প্রতিবেদন:  ২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস তাঁর সদ্য প্রকাশিত বইয়ে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে যে ভঙ্গিমায় ধোনি ব্যাটিং করেন তাতে রীতিমতো অবাক হয়ে যান স্টোকস। ধোনির স্লো ব্যাটিং নিয়ে সমালোচনা করে বলেন, যে ধোনির ম্যাচ জেতানোর কোনও ইচ্ছেই নাকি সেদিন ছিল না। পরে অবশ্য নিজের বক্তব্য থেকে সরে আসেন তিনি। ব্রিটিশ অলরাউন্ডারের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীসন্থ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এমন বিতর্কিত মন্তব্যের জন্য বেন স্টোকসের কেরিয়ারই কিন্তু শেষ করে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি- সাবধানবাণী শ্রীসন্থের। ভারতীয় পেসারের মতে, "ভারতের সর্বকালের সেরা অধিনায়কের স্মৃতিশক্তি কিন্তু বেশ প্রখর। তাই আইপিএল কিংবা আন্তর্জাতিক স্তরে ধোনির মুখোমুখি হলে স্টোককে দেখে নেবেন ধোনি।"


 


আরও পড়ুন - ২০২১ সালে টোকিও অলিম্পিক বাতিল হলে কী করবেন? সিদ্ধান্ত জানিয়ে দিলেন লিয়েন্ডার পেজ