ফুরিয়ে যায়নি! ধোনির মধ্যে বাকি আছে আরও ক্রিকেট: ভিভ রিচার্ডস
`দলের এবং কোটি কোটি অনুরাগীদের আকাশছোঁয়া স্বপ্নকে নিজের কাঁধে বয়ে নিয়ে শেষ অবধি ব্যাট করেছে। ধোনি আবার পুরনো মেজাজে ফিরেছে। মোহালির অসম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ করেছে চিন্নাস্বামীতে`
নিজস্ব প্রতিবেদন: 'বুড়ো' হাড়ে ভেলকি দেখালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৪ বলে অপরাজিত ৭০। চিন্নাস্বামীতে একটা ঝড়ই বুঝিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে মাহির। বেঙ্গালুরুতে ধোনির বিস্ফোরিত ইনিংস দেখে বিশ্ব শাসন করা ভিভ রিচার্ডস পর্যন্ত মেনে নিয়েছেন, এখনও আরও অনেক ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে।
আরও পড়ুন- কোহলির কাউন্টিতে খেলা নিয়ে সংশয়!
বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের রুদ্ধশ্বাস ম্যাচে কেবল জয় ছিনিয়ে নেওয়াই নয়, একই সঙ্গে মাহি জবাব দিয়েছেন পাহাড়প্রমাণ সমালোচনারও। 'ধোনি ফুরিয়ে গিয়েছে', সমালোচকদের এই নিন্দার যোগ্য জবাব রান করেই দিয়েছেন ক্রিকেট চৌহদ্দির সেরা ফিনিশার। যার সমর্থনে ভিভ রিচার্ডস বলছেন, "দলের এবং কোটি কোটি অনুরাগীদের আকাশছোঁয়া স্বপ্নকে নিজের কাঁধে বয়ে নিয়ে শেষ অবধি ব্যাট করেছে। ধোনি আবার পুরনো মেজাজে ফিরেছে। মোহালির অসম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ করেছে চিন্নাস্বামীতে"।
আরও পড়ুন- সপরিবারে অটোতে বেঙ্গালুরু ঘুরলেন এবি, দেখুন ভিডিও