নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল বলেছিলেন, "ধোনি তাঁর দেখা পাওয়ারফুল ব্যাটসম্যান। তিনিই নাকি ধোনির সামনে একটা চ্যালেঞ্জ রেখেছিলেন। আর সেটাই তাঁকে সেরা ফিনিশার হওয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছিল।" এবার সেই চ্যাপেলই বললেন বিশ্ব ক্রিকেটে বিগত ৫০ বছরে ধোনির মতো অধিনায়ক আসেনি। বিশ্বকাপজয়ী ধোনিকে বিশ্বের সেরা অনুপ্রেরণাদায়ক অধিনায়ক বলেছেন গুরু গ্রেগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ব্রেয়ারলি, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের থেকেও নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে এগিয়ে রেখেছেন গ্রেগ চ্যাপেল। ধোনিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলেছেন চ্যাপেল।


 


২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ছিলেন গ্রেগ চ্যাপেল তখন থেকেই ধোনির ফ্যান তিনি। তাঁর মতে, কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার সহজাত ক্ষমতা রয়েছে ধোনির মধ্যে। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক এর মতো হার্ডহিটার তিনি ক্রিকেট বিশ্বে দেখেননি বলেও দাবি করেছেন গ্রেগ।


 


আরও পড়ুন- বিরাট-অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি, শুভেচ্ছা বন্যায় ভাসছেন বিরুষ্কা