নিজস্ব প্রতিবেদন: বকেয়া পরিশোধ করেনি, তাই আবাসন নির্মানকারী সংস্থা অম্রপালির বিরুদ্ধে মামলা দায়ের করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্য ইকনমিক টাইমস প্রকাশিত খবর অনুযায়ী, চুক্তি মতো ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ডকে টাকা দেয়নি আবাসন নির্মানকারী সংস্থা অম্রপালি। বকেয়া রয়েছে ১৫০ কোটি টাকা! এবার সেই টাকা আদায়েই মামলা দায়ের করলেন মাহি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোনি ভক্তকে মার বিক্ষোভকারীদের, ভিডিও ভাইরাল


প্রসঙ্গত, দীর্ঘদিন এই আবাসন নির্মান সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট অধিনায়ক। ২০১৬ সালে, সোশ্যাল মাধ্যম এই সংস্থার বিরুদ্ধে নানান বিষয়ে সরব হলে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরে দাঁড়ান মাহি। ২ বছর সেই সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও এবার ধোনি তাঁর নিজের রাজ্যের হয়ে ময়দানি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এবার সেই লড়াই পৌঁছল আদালতের এজলাস পর্যন্ত।


আরও পড়ুন- গোল্ড কোস্টে ভারতের 'সোনার সকাল', শুটিংয়ে পদক তেজস্বিনী-অঞ্জুমের