বিরাটদের জন্য `ড্রাইভার` হলেন ধোনি, দিলেন জমকালো পার্টি
সতীর্থদের আতিথেয়তা করার এর থেকে ভাল সুযোগ হয়তো তিনি আর পেতেন না।
নিজস্ব প্রতিবেদন- বছর দুয়েক আগের কথা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে ম্যাচ খেলতে হাজির হয়েছিল ভারতীয় দল। টিমবাসে সবাই উঠলেন। ধোনি বাদে। তিনি টিম বাসের পাশ দিয়ে চলে গেলেন নিজের হ্যামার চালিয়ে। ধোনির সেই গাড়ি দেখে কিউয়ি ক্রিকেটাররা তো থ। ধোনির এমন গাড়ি-প্রীতি নতুন কিছু নয়। দুই চাকা হোক বা চার, ধোনি সব সময় চালানোর জন্য অতি উত্সাহী হয়ে থাকেন। এর আগে দেখা গিয়েছে, মাঠে কোনও ক্রিকেটার কোনও গাড়ি ম্যাচের সেরা হিসাবে জিতলে ধোনি সবার আগে সেটা চালিয়ে দেখেন। ধোনির গাড়ি-প্রীতির এমন ছবি রয়েছে প্রচুর।
আরও পড়ুন- ১৫১ কিমি/ঘণ্টা! নতুন শোয়েব আখতার পেয়ে গেল পাকিস্তান
A post shared by Virat Kohli (@virat.kohli) on
ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই বলছেন, রাঁচিতে এটাই ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ। ধোনি নিজেও আভাস দিয়ে রেখেছেন, ২০১৯ বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখবেন তিনি। আর সেই হিসাব যদি সত্যি হয় তা হলে শুক্রবারই রাঁচির স্টেডিয়ামে শেষবার জাতীয় দলের জার্সিতে নামবেন তিনি। ফলে সতীর্থদের আতিথেয়তা করার এর থেকে ভাল সুযোগ হয়তো তিনি আর পেতেন না। তাই সুযোগ হাতছাড়া করলেন না এমএসডি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলতে রাঁচিতে হাজির হয়েছে টিম ইন্ডিয়া। সতীর্থদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ধোনি এলেন নিজের গাড়ি-বহর নিয়ে। তাঁর গ্যারাজে অসংখ্য গাড়ি। কিন্তু সব গাড়ি ব্যবহারের তেমন সুযোগ তিনি পান না। এবার তাই গাড়িগুলির সদ্ব্যবহার করলেন তিনি। নিজের একাধিক গাড়ি নিয়ে এলেন বিমানবন্দরে। তাতে চাপিয়ে বিরাট, ঋষভ, চাহ্বলদের নিয়ে গেলেন নিজের খামারবাড়িতে।
বিমানবন্দরে নামার পর ভারতীয় দলের তারকারা টিমবাসে ওঠেননি। ধোনি তাঁদের জন্য নিজের একাধিক গাড়ি নিয়ে এসেছিলেন। অন্যতম প্রিয় হ্যামার গাড়িটি ধোনি নিজেই চালালেন। তাতে সওয়ার হয়েচিলেন কেদার যাদব-ঋষভ পন্থরা। রাঁচির হারমু রোডে ধোনির বাংলো অনেকদিনের। তবে তিনি এখন আর সেখানে থাকেন না। কৈলাশপতিতে একটি খামারবাড়িতে থাকেন ধোনি। অনুশীলনের মাঠ থেকে জিম, সুইমিং পুল সবই রয়েছে সেখানে। সেই ফার্মহাউসে টিম ইন্ডিয়ার সদস্যদের জন্য পার্টি দিলেন রাঁচির ভূমিপুত্র। সেই পার্টির বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরলেন বিরাট-চাহ্বল। আর ধোনি ভাই ও সাক্ষী ভাবিকে ধন্যবাদও জানালেন।