ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন বিরাট কোহলি যুগ। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার এখন অস্তাচলের পথে। ধোনি যুগ শেষের ঘণ্টা থেমে এখন কোহলি যুগের শাঁখ বাজছে বলা যায়। কিন্তু এমনও একটা সময় ছিল যখন কোহলিকে রীতিমত ধমক দিতেন ধোনি। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওয়ানডে ম্যাচে ধোনির কাছে রীতিমত ধমক খান কোহলি। সেই ওয়ানডেতে ভারত চারজন বোলার নিয়ে খেলছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোহলিকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করেছিলেন ধোনি। কোহলি তার ওভারের প্রথম দুটো বলে কেভিন পিটারসনকে ইয়র্কার করে রীতিমত সমস্যায় ফেলেন। এরপর অতি উত্‍সাহে বলে বৈচিত্র আনতে গিয়ে ওয়াইড বল করেন বিরাট।


এরপরই ধোনি উইকেটের পিছন থেকে সামনে এসে কোহলিকে বলেন, যা বলা হয়েছে সেটাই কর, বোলার হয়ে যাস না। “Jitna bola hai utna kar, bowler mat bann” (english:do what is asked to do , don't try to become a bowler )


ধোনির কথাগুলি স্ট্যাম্প মাইকে ধরা পড়ে যায়। ধোনি অবশ্য এমন ধরনের কথা বলেই থাকেন। তাঁর অধিনায়কত্বের স্টাইলটাই এমন। এমন কথায় কোথাও ঔদ্ধত্য নেই, আছে এক অভিভাবকের ভালবাসার সুর, যাতে তাঁর সহ খেলোয়াড়রা বুঁদ হয়ে তাদের সেরাটা তুলে ধরেন। তাই বিশ্বজয়ী অধিনায়ক মাহি এত সফল।