নিজস্ব প্রতিবেদন: ব্যাট-বলের লড়াই পৌঁছল মাঠের বাইরে। টুইটার 'সংঘাতে' জড়ালেন ধারাভাষ্যকার ডিন জোনস এবং কিউই তারকা মিচেল ম্যাকক্লেনাঘান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তথ্যের অধিকার আইনের আওতায় নিয়ে আসা হোক বিসিসিআইকে!


কোনও ব্যাটসম্যান ৮০ মিটার কিংবা তারও বড় ছক্কা হাঁকালে সেটা ৮ রান হওয়া উচিত, সম্প্রতি টুইটারে এমন দাবি করেন ধারাভাষ্যকার ডিন জোনস। এর আগে অবশ্য একই কথা বলেছিলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল আয়োজকদের তিনি প্রস্তাব দিয়েছিলেন, 'বড় ছয়'-এ ৮ রান করে দেওয়া হোক। 



ব্যাটসম্যানদের এই বাড়তি অ্যাডভান্টেজ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে এবার সরব হলেন মুম্বই দলের ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাঘান। তাঁর পালটা দাবি, ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পেলে বোলারদেরও তেমন সুবিধা প্রাপ্য। 


আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় কলকাতার


টুইটে তিনি লিখেছেন, 'কোনও বোলার স্টাম্প উপড়ে ফেললে কিংবা কোনও ফিল্ডার এক হাতে ক্যাচ লুফেলে বিপক্ষ একসঙ্গে ৩ উইকেট হারাবে এমন নিয়ম করা উচিত। ম্যাকক্লেনাঘানের এই দাবিকে সমর্থন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেইনও।