ডি মারিয়ার জোড়া গোলে ফরাসি কাপের শেষ চারে পিএসজি
কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুচেল।
নিজস্ব প্রতিবেদন : চোটের জন্য নেই নেমার। একই কারণে দলের বাইরে রয়েছেন এডিনসন কাভানিও। মঙ্গলবার ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুচেল। তাতেও অবশ্য দিজোঁর বিরুদ্ধে জিততে কোনও অসুবিধে হয়নি প্যারি সাঁ জাঁ-র। লিগ ওয়ানে অবনমনেপ আওতায় থাকা দলটির বিরুদ্ধে ৩-০ গোলে জিতল পিএসজি।
ম্যাচের শুরুতেই ৮ মিনিটে দলকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই আর্জেন্তিনিয় তারকাই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় পিএসজি। আর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে থমাস মুনিয়ের গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে দিজোঁকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি ফাইনালে উঠল পিএসজি।
আরও পড়ুন - কোচের নির্দেশ অমান্য করায় জরিমানা করা হল কেপাকে