আশা না মিটিল! সবুজ-মেরুনের বোঝা দিয়েগো ফেরেইরা
অনেক প্রত্যাশা নিয়ে মোহনবাগানে এসেছিলেন অসি মিডফিল্ডার দিয়েগো ফেরেইরা। কিন্তু আই লিগ শুরুর আগেই মোহনাবগানের মাথাব্যাথা কারণ হয়ে উঠেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিসনে বাগান টিম ম্যানেজমেন্টের মন ভরাতে ব্যর্থ দিয়েগো। অগত্যা অসি তারকাকে রেখেই পঞ্জাবে যেতে হচ্ছে মোহনবাগানকে।
নিজস্ব প্রতিবেদন: অনেক প্রত্যাশা নিয়ে মোহনবাগানে এসেছিলেন অসি মিডফিল্ডার দিয়েগো ফেরেইরা। কিন্তু আই লিগ শুরুর আগেই মোহনাবগানের মাথাব্যাথা কারণ হয়ে উঠেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিসনে বাগান টিম ম্যানেজমেন্টের মন ভরাতে ব্যর্থ দিয়েগো। অগত্যা অসি তারকাকে রেখেই পঞ্জাবে যেতে হচ্ছে মোহনবাগানকে।
পরিস্থিতি যা তাতে পুরো মরসুমই হয়ত দিয়েগোকে বয়ে বেড়াতে হবে সবুজ-মেরুনকে। কেননা অসি মিডফিল্ডারকে ছেড়ে নতুন ফুটবলার নিতে গেলে সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগানকে। সঞ্জয় সেন নিজে পছন্দ করে বাগানে এনেছিলেন দিয়েগোকে। এখন বাগান কোচ নিজেই অসন্তুষ্ট। তাই চাপটা অনুভব করছেন আই লিগ জয়ী কোচও। বুধবার অনুশীলনের মাঝে মেজাজও হারালেন সঞ্জয় সেন। পরিস্থিতি যা তাতে গোটা মরসুমেই মোহনবাগানের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে খেলা এই বিদেশি।