`আর্জেন্টিনার বর্তমান ফুটবলারদের জাতীয় দলের জার্সি পরার যোগ্যতা নেই`, বিস্ফোরক মারাদোনা
দেশবাসীর আবেগের মূল্য দিতেও তারা ব্যর্থ। এই আর্জেন্টিনা বর্তমানে কোনও ম্যাচ জিতবে না বলেও মনে করেন মারাদোনা।
নিজস্ব প্রতিবেদন : ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার কাছে হারের পর বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্তিনিয় কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,"আর্জেন্টিনার বর্তমান ফুটবলারদের জাতীয় দলের জার্সি পরার যোগ্যতা নেই।" পাশাপাশি নিজের দেশের ফুটবল সংস্থার তীব্র সমালোচনা করেছেন মারাদোনা।
শুক্রবার মাদ্রিদে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রায় আট মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচ ৩-১ গোলে হারে আর্জেন্টিনা। যদিও ম্যাচটি নাকি দেখেননি মারাদোনা। তিনি জানান, "আমি তো ভৌতিক সিনেমা দেখি না। কে ভেবেছিল যে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে হারাবে?"
আরও পড়ুন - UEFA Euro 2020 Qualifier: ডাচদের বিরুদ্ধে নাটকীয় জয় পেল জার্মানি
মারাদোনার মতে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টররা জাতীয় দলের মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলছে। দেশবাসীর আবেগের মূল্য দিতেও তারা ব্যর্থ। এই আর্জেন্টিনা বর্তমানে কোনও ম্যাচ জিতবে না বলেও মনে করেন মারাদোনা। মঙ্গলবার মরক্কোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি।