জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে এশিয়া কাপ (  Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। বছর বাইশের বাঁ-হাতি পেসার দলের সঙ্গে এশিয়া কাপে রয়েছেন ঠিকই। কিন্তু খেলা হবে না তাঁর। শাহিনকে না পাওয়াটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা। সে কথা সবাই জানে। তবে শাহিনের না-থাকাটা ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছে বলেই মনে করছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে সেকথা অকপটে স্বীকার করে নিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাবর বলেন, 'শাহিন আমাদের সেরা বোলার। ও বোলিং বিভাগের নেতৃত্ব দেয়, আগ্রাসন নিয়ে বল করে। আমরা ওর অভাব অনুভব করব। শাহিন থাকলে অন্যরকম খেলা হত। কিন্তু দলের বাকি বোলাররাও ভাল। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ নেই দলে। এটা স্বাভাবিক যে, পেশাদার হিসাবে সবের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার কাছে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসাবে আমার কাজই হচ্ছে ম্যাচে ১০০ শতাংশ দেওয়া। আমাদের সেরাটাই দেব মাঠে। টি-২০ বিশ্বকাপের ম্যাচ অতীত। আগামিকাল নতুন দিন। আমাদের আত্মবিশ্বাস রয়েছে। তবে সবটা নির্ভর করছে, দিনের দিনে।'


আরও পড়ুন: Rohit Sharma, IND vs PAK : 'কে ওপেন করবেন?' পাক সাংবাদিকের প্রশ্ন, উড়িয়ে খেলেলেন রোহিত


ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ম্যাচের আগে একে-অপরের সঙ্গে কথা বলেছেন, হাসি-ঠাট্টা করেছেন। এই প্রসঙ্গে বাবর বলছেন, 'একজন স্পোর্টসম্যান হিসাবে আমরা বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে কথা বলি। সবার সঙ্গে দেখা করি। এটাই স্বাভাবিক। ক্রিকেট এবং অনান্য বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য সবাই মুখিয়ে থাকে। এই খেলাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের বেঞ্চ শক্তিশালী। চোট-আঘাত খেলার অঙ্গ। দলের সব ক্রিকেটারের ওপরেই আমার আস্থা রয়েছে।'


বাবর আজ তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাবড়দের সঙ্গে তাঁর নাম আলোচনায় উঠে আসে। খুব অল্প সময়ের মধ্যে এই সাফল্য পেয়েছেন বাবর। নিজের উত্তরণের প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন, 'কোনও কিছুই সহজ নয়। লক্ষ্যপূরণ করা নিজের ওপর। বিশ্বে বহু গ্রেট প্লেয়ার রয়েছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিজের ওপর। ওঠানামা লেগেই থাকবে। কিন্তু কীভাবে তা সামলাতে হবে, সেটাই ফারাক গড়ে দেয়।' 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)