নিজস্ব প্রতিবেদন: ইউএস ওপেনে শেষ আটের লড়াইয়ে ইন্দ্রপতন। কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেডেরার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউএস ওপেনের শেষ আটের লড়াইয়ে এটিপি টেনিস  ঙ্কিংয়ে ৭৮ নম্বরে থাকা বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে প্রথম সেটে দুরন্ত জয় ছিনিয়ে নেন ফেডেক্স। দ্বিতীয় সেটে কামব্যাক করেন দিমিত্রভ। জিতে নেন ৬-৪ গেমে। কিন্তু তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন ফেডেরার। এরপর চতুর্থ এবং পঞ্চম সেটে ফেডেরারকে আর দাঁড়াতে দেননি দিমিত্রভ। শেষ পর্যন্ত ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২ সেটে ফেডেরারকে হারিয়ে ইউএস ওপেনের সেমি ফাইনালে পৌঁছে গেলেন গ্রিগর দিমিত্রভ। এই নিয়ে ফেডেক্সের সঙ্গে আটবারের সাক্ষাতে প্রথম জয় ছিনিয়ে নিলেন বালগেরিয়ান টেনিস তারকা।  



জকোভিচ ইউএস ওপেন থেকে বেরিয়ে যাওয়ার পর টেনিস মহলে আলোচনা চলছিল... কোনও অঘটন না ঘটলে ইউএস ওপেনের ফাইনালে দেখা যেতে পারে দুই কিংবদন্তি ফেডেরার-নাদাল দ্বৈরথ। কিন্তু ফেডেক্স ছিটকে যাওয়াতে আপাতত সকলের নজর থাকছে স্প্যানিশ তারকা রাফা নাদালের দিকেই।  


আরও পড়ুন - পিএসজি-তেই থাকছেন নেমার!