নিজস্ব প্রতিবেদন : নিদহাস ট্রফিতে বড়সড় ধাক্কা লঙ্কা শিবিরে। ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক দীনেশ চাঁদিমালকে পাবে না শ্রীলঙ্কা দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি বলে জানিয়েছেন আইসিসি-র ম্যাচ রেফারি ক্রিস ব্রড। শনিবার নির্ধারিত সময়ে ৪ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। তাই আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫.২ ধারায় 'সিরিয়াস ওভার রেট অফেন্স' শাস্তি হল শ্রীলঙ্কা অধিনায়কের।


আরও পড়ুন- কিশোর কুমারের গানে মাতিয়ে দিলেন রায়না


স্লো ওভার রেটের জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি থেকে আর্থিক জরিমানাও করা হয়েছে। চলতি নিদহাস ট্রফিতে ১২মার্চ ভারত এবং ১৬মার্চ বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই খেলতে পারবেন না দীনেশ চাঁদিমাল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চাঁদিমালের অবর্তমানে এই দুটি ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা।