নিজস্ব প্রতিবেদন: আইপিএলের মাঝপথে নাইটদের নেতৃত্ব ছেড়ে বড়সড় ভুল করেছেন দীনেশ কার্তিক। চেন্নাই সুপার কিংস এর কাছে কেকেআরের হারের পর প্রাক্তন অধিনায়কের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন আর এক প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর মতে দীনেশ কার্তিকের উচিত ছিল আরও বাড়তি দায়িত্ব নেওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরের মতে, "এতে মানসিকতা বোঝা যায়। আপনি ব্যাটিংয়ে মনোযোগ দেবেন বলে নেতৃত্ব ছাড়ছেন। কিন্তু সেটা তো কাজে এল না। আমার মনে হয়, এতে অনেক সময় দায়িত্বটা নেওয়া ভাল। ২০১৪ সালে যখন আমার খুব খারাপ সময় গিয়েছিল । তখন আমি পর পর তিন ম্যাচে শূন্য রান করেছিলাম। তখন নেতৃত্ব আমাকে ফর্মে ফিরিয়েছিল।"


আইপিএলের মাঝপথে এভাবে অধিনায়কত্ব ছাড়াটা নেহাতই কার্তিকের বোকামি। টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছাড়েন দীনেশ কার্তিক। তাঁর নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিশ্বজয়ী অধিনায়ক মরগ্যানের হাতে দলের ব্যাটন গেলেও লাভের লাভ কিছু হল না। আবার কার্তিক ব্যাট হাতেও নিজের ফর্ম ফিরে পেলেন না। দলের পারফরম্যান্সে উন্নতি হল না। সব মিলিয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা এখন ক্ষীণ হয়ে গিয়েছে।



কার্তিক নেতৃত্ব ছাড়ার সময় ছয়টা ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিল নাইটরা। পয়েন্ট টেবিলে ছিল চার নম্বরে। পরবর্তী সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র দুটো ম্যাচে দলকে জেতাতে পেরেছেন মরগ্যান। আর তাই দীনেশ কার্তিকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর।



আরও পড়ুন - IPL 2020: বরুণের বলে বোল্ড হয়েও 'মিস্ট্রি' স্পিনারকে টিপস দিলেন মাহি