জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এশিয়ান গেসমে (Asian Games 2023) ভারতের সোনার বর্ষা অব্য়াহত। দেখতে দেখতে ২০ নম্বর সোনাটি চলে এল। সৌজন্যে দেশের তারকা স্কোয়াশ জুটি-দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সিং সান্ধু (Dipika Pallikal and Harinderpal Singh Sandhu)। বৃহস্পতিবার হাংঝাউতে স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে দীপিকা-হরিন্দরপাল ছিনিয়ে আনেন সোনা। এদিন ভারতীয় জুটি ১১-১০, ১১-১০ জিতেছেন মালয়েশিয়ার আজমান বিন্টি ও সিয়াফিক বিন মহম্মদের বিরুদ্ধে। প্রায় আধ ঘণ্টার উপর চলেছে ম্যাচ। দেখতে দেখতে ভারতের ৮৩ নম্বর পদকটি চলে এল। ভারতের পাখির চোখ ১০০ পদকে। ম্যাজিক ফিগার কি স্পর্শ করতে পারবেন অ্যাথলিটরা, তার উত্তর সময় দেবে। ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত ১৬টি সোনা জিতেছিল। সেই সংখ্য়া ছাপিয়ে আগেই এশিয়াডে ইতিহাস লিখে ফেলেছে ভারত। এবার সেই রেকর্ডই ভেঙে চলেছে ভারত। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Asian Games 2023: দুরন্ত দৌড়ে সোনা ভারতের, চিনে তেরঙা উড়ছে...


দীপিকার স্বামী দেশের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। দীনেশ স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত। তিনি দীপিকার সোনা জয়ের মুহূর্তের ভিডিয়ো ট্যুইট করেছেন। দীনেশের প্রথম স্ত্রী ছিলেন নিকিতা বিজয়। ২০১২ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। নিকিতা পরে ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। দীনেশ-দীপিকা নাকি একই কোচের অধীনে ট্রেনিং করতেন, সেখান থেকেই তাঁদের আলাপ। দীনেশ নতুন করে ভালোবাসা খুঁজে পান দীপিকার মধ্যে। এমনও শোনা যায় যে, দীনেশের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে দীপিকা ক্রিকেটারদের পছন্দ করতেন না, কারণ তিনি মনে করতেন ক্রিকেটাররা নিজেদের খ্যাতি অর্জন করার পর অন্য অ্যাথলিটদের সেই সম্মান করেন না। একে-অপরের সঙ্গে পরিচয় হওয়ার পরেই খুব ভাল বন্ধু হয়ে ওঠেন দীনেশ-দীপিকা।  প্রেমে পড়ার পরেই দীনেশ-দীপিকা ঠিক করে নেন যে, তাঁরা সম্পর্ক প্রকাশ্যে আনবেন না। দীনেশ-দীপিকা দু'জনেই একে-অপরের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়ে যান। সমর্থন করেন পার্টনারদের। ২০১৩ সালে এনগেজমেন্ট সারার পর ২০১৫-র ১৮ অগাস্ট খ্রীস্টান রীতি মেনে বিয়ে করেন দীনেশ-দীপিকা। দীনেশের ধর্ম হিন্দু, অন্যদিকে দীপিকা কিন্তু খ্রীষ্টান। দুই ধর্মের রীতি মেনেই তাঁদের বিয়ে হয়।  


আরও পড়ুন: Neeraj Chopra | Asian Games 2023: সোনার পদক থাকল নীরজেরই, রুপোয় হৃদয় ছুঁলেন কিশোর



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)